শিরোনাম :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল সিলেট চৌহাট্টা টু সুরমা পয়েন্ট পর্যন্ত জামায়াতের বিশাল মানববন্ধন বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : বদরুজ্জামান সেলিম শাহাজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের সীরাত মাহফিল হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে’ ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল ইসরায়েল শেষ মুহূর্তে গোল হজম, জয় হাতছাড়া বাংলাদেশের ভারতের তিন কাশির সিরাপে জাতিসংঘের সতর্কতা ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে-বালাগঞ্জে খান জামাল

দূর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময়-আরিফুল হক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থানের সঙ্গে বসবাস করে আসছেন। আগামী দিনে এখানে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি হবে আরও সুদৃঢ় এবং সমৃদ্ধ করতে সবধরনের উদ্যোগ নেওয়া হবে। কেউ এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি।
তিনি গতকাল শনিবার রাতে সিলেট নগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজের উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় এইসব কথা বলেন। এই সময় সাবেক মেয়র সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা উপলক্ষে নিজ তহবিল অনুদান প্রদান করেন।
মৃত্যুর আগ পর্যন্ত সিলেট নগরবাসীর সেবা করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করে শত প্রতিকূলতা সত্ত্বেও সনাতন ধর্মাবলম্বী মানুষ আমাকে ভোট দিয়েছিলেন বলে আমি দুইবার এই নগরবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। আগামী দিনেও আমি তাদের পাশে থাকতে চাই এবং তাদের দোয়া ও ভালোবাসা পেতে চাই।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেট শহরে যুগ যুগ ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। নানা প্রতিকূল সময়ে আরিফুল হক চৌধুরীর মতো মানুষ আমাদের বুকে আগলে রেখে সম্প্রীতির নজির স্থাপন করেছেন। চব্বিশের ৫ আগস্টও তিনি আমাদের বুকে আগলে রেখেছিলেন। আমরা সবাই মিলে একসাথে এই সহিষ্ণু সস্পর্ক ধরে রাখতে চাই।
আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী রেখে যেতে চাই।
সভায় বক্তব্য দেন, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সাবেক পরিচালক ডা. বনদীপ লাল দাস, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, মৌলভীবাজার সমিতি সিলেটের সভাপতি ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সাবেক ট্রাস্টি নেহার রঞ্জন দাস, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, জেলা সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি এডভোকেট বিজয় বিশ্বাস, পূজা উদযাপন কেন্দ্রীয় পরিষদের সাবেক সাংগঠনিক সদস্য অধ্যাপক রজত ভট্টাচার্য্য, পূজা উদযাপন জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর আহ্বায়ক সমীরণ পুরকায়স্থ, শ্রীহট্ট সংস্কৃতি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন কমিটি জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগর সদস্য সচিব রাজীব দে রাজু, হিন্দু মহাজোট সিলেট মহানগর সভাপতি রজত চক্রবর্তী, পূজা উদযাপন কমিটি মোগলাবাজার থানার বিশ্বজিৎ দাশ, বিমানবন্দর থানা সভাপতি নান্টু রঞ্জন সিংহ, কতোয়ালী থানা সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, শাহপরান থানা সভাপতি বিরেশ দেবনাথ, জালালাবাদ থানা সভাপতি অরবিন্দ দাস, দক্ষিণ সুরমা থানা সভাপতি দিপঙ্কর দাস, মহালক্ষ্মী ভৈরবী মহাগ্রীবাপীঠের সাধারণ সম্পাদক জনার্পন চক্রবর্তী প্রমুখ।
সভায় মেয়রপত্নী শামা হক চৌধুরী ও তার দুই ছেলেমেয়ে উপস্থিত ছিলেন

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain