শিরোনাম :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল সিলেট চৌহাট্টা টু সুরমা পয়েন্ট পর্যন্ত জামায়াতের বিশাল মানববন্ধন বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : বদরুজ্জামান সেলিম শাহাজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের সীরাত মাহফিল হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে’ ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল ইসরায়েল শেষ মুহূর্তে গোল হজম, জয় হাতছাড়া বাংলাদেশের ভারতের তিন কাশির সিরাপে জাতিসংঘের সতর্কতা ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে-বালাগঞ্জে খান জামাল

গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার। সোমবার (২৯ সেপ্টেম্ব) বেলা ১২ টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নিজস্ব হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, সদস্য নজরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, বিলাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক হারুন আর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক সরকার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সদস্য আলী হোসেন, হারুন অর রশিদ, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি, ফয়সাল আহমদ সাগর, শাহ আলম, মনছুর আলম, কাওসার আহমদ রাহাত, সাইদুল ইসলাম, লোকমান হাফিজ, বদরুল ইসলাম, মনিরুজ্জামান মনিরসহ কর্মরত সংবাদ কর্মীরা।

 

মতবিনিময় সভায় ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, “গোয়াইনঘাট একটি সীমান্তবর্তী ও বিস্তৃত থানা এলাকা। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো। মাদককে সর্বোচ্ছ প্রায়োরিটি দিয়ে কাজ করবে পুলিশ।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা সব সময় প্রয়োজন। পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমে তুলে ধরলে পুলিশ বিভাগ আরও উৎসাহ ও অনুপ্রাণিত হবে।

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে পাশে থাকলে গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছি। পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করলে কোন অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।

সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশের সাথে পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain