গোয়াইনঘাটে তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের হাকিম চৌধুরীর উপহার বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা সদরের একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহারসামগ্রী বিতরণ করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হেলাল আহমেদ বাদশাহ’র সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এম এ মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, “সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষই এদেশের সমান অধিকারভুক্ত নাগরিক। বিএনপি সবসময় সম্প্রীতি ও মানবিকতা নিয়ে কাজ করে। এই উপহার কোনো দান নয়, এটি শুভেচ্ছা ও সহমর্মিতার প্রতীক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, আব্দুল হাসিম চৌধুরী, ছাইফ উদ্দিন, আফতাব আলী মেম্বার, বিলাল উদ্দিন, বুরহান উদ্দিন বিরাই, ছালিক আহমদ সাদী, আবু সাঈদ, তখন মিয়া, সোহেল আহমদ, হেলাল আহমদ, তেরা মিয়াসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain