শিরোনাম :
বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব এর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ভারতীয় সহকারী কমিশনারের সাথে প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়ের সাক্ষাৎ সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : এড. এমরান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এ ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, উৎসব সবার। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে অতীতের নানা সময়ে তাদের উপর নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। বিএনপি সব সময় এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকারে বিশ্বাস করেছে। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও স্পষ্টভাবে ঘোষণা করেছেন—বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারের গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই পূজা-উৎসব আনন্দমুখর হোক, নিরাপদ হোক। এদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতা, বৈষম্য বা বিভাজনের স্থান নেই। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি করে এসেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর ছুবুর, সিলেট জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক আব্দুল করিম তাজুল, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক:নাজমুল হোসেন, বিয়ানীবাজর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দউলওয়ার হোসেন সুভাষ, ফয়সল আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, জুবের আহমদ, জিয়াউল হক, তানভির আহমদ, আব্দুল গনি, সৈয়দ তারেক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain