সেলিমের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই: জেবুন নাহার সেলিম

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :::  সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, “আপনাদের প্রিয় নেতা দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতেই আমি রাজনীতিতে এসেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করব।”

বুধবার (১ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার রাধানগরস্থ নিজ বাড়িতে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, সিলেট জেলা বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, আরিফ ইকবাল নেহাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান,  জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছত্তার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাসিম,  গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ হুমায়ুন জামাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক,
গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং দিলদার হোসেন সেলিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এডভোকেট জেবুন নাহার সেলিম তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন। সভায় কয়েক সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain