শিরোনাম :
ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে-বালাগঞ্জে খান জামাল ১৩ দিনে সিলেটে যে ভাইরাসে আক্রান্ত অর্ধশত মানুষ সিলেট মহানগর ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠান সম্পন্ন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০ শ্রমিক পরিবারকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই-মঞ্জুরুল ইসলাম আফেন্দি সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ’র ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের সাংবাদিকরা। মঙ্গলবার ( ৭ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানব বন্ধনের আয়োজন করে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ( ইমজা), সিলেট ।

ইমজার সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে এবং সাকিব আহমদ মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি দীগেন সিংহ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট এর সদস্য সচিব, এইচ এম শহীদুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা ন্যাক্কার জনক একটি ঘটনা।

তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা রাষ্ট্রে এটি নতুন কোন ঘটনা নয়। অতীতে ও এ ধরনের ঘটনা ঘটছে বর্তমানে তা চলমান আছে। কিন্ত এসব ঘটনা সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করলে দুর্বৃত্তরা কখনো কোন পেশাজীবি সাংবাদিকের উপর হামলার সাহস করতো না ।

বক্তারা আরো বলেন, দেশ ও সমাজে ঘটে যাওয়া সকল অনিয়ম তুলে ধরে সংবাদ প্রকাশ করায় সমাজের উশৃঙ্খল মানুষেরা এসব অপকর্ম করে বেড়াছে । এদেরকে শক্ত হাতে দমন করা রাষ্ট্রের কাজ।

যত দ্রুত সম্ভব ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, এখন টেলিভিশনের ব্যুরো চীফ ও সিনিয়র রিপোর্টার গোলজার আহমেদ, ইমজার সাবেক সভাপতি সজল ছত্রী, ইমজারসহ সভাপতি এস আলম আলমগীর, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক মাসুদ আহমেদ রনি, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাবিল হোসেন, এখন টেলিভিশনের রিপোর্টার সন্দীপন শুভ, সময় টেলিভিশনের রিপোর্টার অপু বনিক, ষ্টার নিউজের মাহবুব হাসান সানি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রানা মজুমদার বাপ্পী,ইমজা নিউজের ষ্টাফ রিপোর্টার নয়ন সরকার, ডিবিসি নিউজের ষ্টাফ রিপোর্টার তাওহীদুর রহমান শাহ, আজকের পত্রিকার প্রতিনিধি লবীব আহমেদ, এখন টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট অনিল কুমার পাল, এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট সেলিম মিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোজ্জামেল হক, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট আজমল আলী, ইমজা নিউজের ক্যামেরাপার্সন বিশাল দে বৃত্ত, সাংবাদিক জয়নাল আবেদিন, নাজিব আহমেদ, আরমান আহমেদ, আরিফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য গেলো রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain