শিরোনাম :
তারেক রহমান কে স্বাগত জানিয়ে মদিনা মার্কেট জাতীয়তাবাদী পরিবারের মিছিল সমাবেশ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার নির্দেশনা মহানগর ও জেলা বিএনপির সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসের মনোনয়ন ফরম সংগ্রহ পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত তারেক রহমানের -অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উদ্যোগে দোয়া ও শীত বস্ত্র বিতরণ তারেক রহমানকে বরণ: সিলেট থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মী বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্ধ অনেক বাড়ানো হবে-সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময়কালে মুক্তাদির সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভায় খন্দকার মুক্তাদির ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই আরিফুল হক- হাকিম চৌধুরী

ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনর্জাগরণ।
তিসি সোমবার (১৩ অক্টোবর) নগরীর শাহপরান এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সিসিকের ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড ও খাদিমপাড়া ইউনিয়নের নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন সময় এসেছে সেই অধিকার ফিরিয়ে নেওয়ার। সিলেটের মানুষ বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবারও তারা গণতন্ত্রের পক্ষে, ধানের শীষের পক্ষে রায় দেবে। প্রতিটি ভোটকেন্দ্র হবে একেকটি দুর্গ, যেখানে পাহারায় থাকবে জনগণ। বিএনপি মানেই সংগ্রাম, বিএনপি মানেই ত্যাগ। আজ যারা নির্যাতিত, গুম-খুনের শিকার, তাদের চোখের জল মুছিয়ে দিতে হবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে।
হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল নূরের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম। সিসিকে’র ৩২ নং ওয়ার্ডের পক্ষে বক্তব্য রাখেন সাইফুদ্দিন আহমেদ সাবিল, ৩৩নং ওয়ার্ডের পক্ষে আব্দুল মালিক, ৩৫ নং ওয়ার্ডের পক্ষে ফকরুজ্জামান নিজাম, ৩৬ নং ওয়ার্ডের রাখেন ফয়েজ আহমেদ, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খছরুল হাসান, ৮ নং ওয়ার্ডের পক্ষে জিরাই মিয়া, ৪নং ওয়ার্ডের মইনুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মস্তফা মিয়া, ৫নং ওয়ার্ডের মজনু মিয়া, ৬নং ওয়ার্ডের সৈয়দ ফয়েজ, ১নং ওয়ার্ডের সাকের আহমেদ, ২নং ওয়ার্ডের সেলিম আহমদ, নাজমা আক্তার প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain