শিরোনাম :
ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল সিলেট চৌহাট্টা টু সুরমা পয়েন্ট পর্যন্ত জামায়াতের বিশাল মানববন্ধন বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : বদরুজ্জামান সেলিম শাহাজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের সীরাত মাহফিল হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে’ ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল ইসরায়েল শেষ মুহূর্তে গোল হজম, জয় হাতছাড়া বাংলাদেশের ভারতের তিন কাশির সিরাপে জাতিসংঘের সতর্কতা

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেছেন, জরাজীর্ণ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ নিরসন করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে। আশা করছি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও জনদুর্ভোগ নিরসন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন। সংশ্লিষ্টদের শুভ বুদ্ধির উদয় না হলে এবং এর ব্যতয় ঘটিয়ে জনগণের মুখামুখি দাড়ালে উদ্ধত পরিস্থিতির দায়ভার সওজ কতৃপক্ষকে নিতে হবে। জনগনের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আয়েসী জীবনযাপন করবেন আর জনগন দুর্ভোগ পোহাবে তা চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর তীরবর্তী ফেরিঘাটে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম আহমদ নেহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মইন উদ্দিন, সাংবাদিক দেলোয়ার হোসেন পাপ্পু, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও (সিএনজি-৭০৭) শ্রমিক ইউনিয়নের আহবায়ক ফখরুল ইসলাম পাপলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, ফেঞ্চুগঞ্জ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল করিম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, এহসান সাহেদ,ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সহ সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জেবুল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন শ্রমিক নেতা ওয়াসিম আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউর রহমান কাওসার। মানববন্ধন পরিচালনা করেন বিএনপি নেতা জাকারিয়া আরেফিন ফয়সল।

প্রখর রৌদ্র উপেক্ষা করে মানববন্ধনে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain