অনুসন্ধান ডেস্ক ::: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্বি বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপনেরর সভাপতিত্বে, বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক বাবু গিবাস চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশেবক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক নির্মল কান্তি দে, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মাওলানা আজিজুল হক, অভিভাবক প্রতিনিধি শাহী আলম খান, নুর আলী, মতিউর রহমান জায়গীরদার, দোলন মেম্বার, আশফাক আহমদ সুজন, ডা: দেলোয়ার হোসেন খান, ইউসুফ উদ্দিন, কামরান ভুইয়া, তাজুল ইসলাম, মাহিন তালুকদার, আলী আহমদ ভূইয়া, লিলু মিয়া ও সেহাগ ভুইয়া প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।