শিরোনাম :
তারেক রহমান কে স্বাগত জানিয়ে মদিনা মার্কেট জাতীয়তাবাদী পরিবারের মিছিল সমাবেশ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার নির্দেশনা মহানগর ও জেলা বিএনপির সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসের মনোনয়ন ফরম সংগ্রহ পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত তারেক রহমানের -অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উদ্যোগে দোয়া ও শীত বস্ত্র বিতরণ তারেক রহমানকে বরণ: সিলেট থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মী বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্ধ অনেক বাড়ানো হবে-সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময়কালে মুক্তাদির সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভায় খন্দকার মুক্তাদির ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই আরিফুল হক- হাকিম চৌধুরী

৭ দফা দাবীতে জাগপা সিলেট জেলা ও মহানগরের মানববন্ধন কর্মসূচি পালন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবীতে এক মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল ১৫ অক্টোবর বুধবার বিকালে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন।
জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু’র সভাপতিত্বে ও মহানগর যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর জাগপা’র সহ সভাপতি পিয়ার হোসেন, জাগপা নেতা আজিজুর রহমান আজিজ, আব্দুল বাছিত, জহুর আলম, জুনেদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ৭ দফা দাবী তুলে ধরে বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ। আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি উপরোক্ত দাবিগুলো বাস্তবায়র করতে অন্তর্বতঅীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মহোদয় প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain