অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জাতীয়তাবাদী শক্তির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এখনই জনগণকে জাগ্রত করতে হবে। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কোনো দলের ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ নয়, এটি হচ্ছে জাতির মুক্তি সনদ। এই ৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে মাঠে-ময়দানে ঝাপিয়ে পড়তে হবে। আগামী নির্বাচনে বিএনপির সরকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সচেতন করতে সিকারপুর নয়াবাজারে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং ওয়াড বিএনপি সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, ২নং চারখাই ইউনিয়ন শ্রমিকদল সভাপতি জামাল আহমদ চৌধুরী, ২নং চারখাই ইউনিয়ন যুগ্ম সম্পাদক বাবর আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম আলমগীর, বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব এমরান আহমেদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি