অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐতিহাসিক ও রক্তস্নাত অর্জন। জুলাই যোদ্ধারা জাতির গর্বিত সন্তান। তাদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই সনদের আইনী ভিত্তির জন্য জুলাই যোদ্ধাদের আন্দোলন ও আবার আহত হওয়ার ঘটনায় জাতি লজ্জিত। অবিলম্বে জুলাই যোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা প্রদানসহ জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। জামায়াত জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্খা পূরণে অঙ্গিকারাবদ্ধ। তাই জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবী জানিয়ে আসছে। এসব দাবি পূরণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত। এজন্য নির্বাচনী লেবেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। ফ্যাসিবাদী সরকারের নির্বাচনী সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। কিছু সংস্কার ও একটা সনদ তৈরী করে আইনী ভিত্তি দিতে পরবর্তী সরকারের অপেক্ষার জন্য জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দেয়নি। এর বাস্তবতা অন্তর্বর্তী সরকার ও দেশের বৃহৎ রাজনৈতিক দলকে উপলব্দি করতে হবে। অন্যথায় আবারো জাতির ঘাড়ে ফ্যাসিবাদ চেপে বসার আশঙ্কা থেকেই যাবে।
তিনি শুক্রবার (১৭ অক্টোবর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে মহানগর কর্মপরিষদের সকল নেতৃবৃন্দ এবং মহানগর আওতাধিন সকল রুকনগণ অংশ নেন।
রুকন সমাবেশে নেতৃবৃন্দ বলেন- আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হলে রুকনদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। বর্তমানে দেশের প্রতিটি জনপদে জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা কয়েকগুণ বৃৃদ্ধি পেয়েছে। বুদ্ধি ভিত্তিক কর্মপন্থা অবলম্বনের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।