অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের সদ্য পদোন্তিপ্রাপ্ত ১৩ জন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস। ১৯ অক্টোবর রবিবার সিলেট রেঞ্জ কার্যালয়ের হলরুমে এই র্যাংক ব্যাজ পড়ানো অনুষ্ঠান সম্পাদিত হয়।
এ সময় হোসনে আরা হাসি, জেলা কমান্ড্যান্ট হবিগঞ্জ, শাহাদাত হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) ২৪ বিএন, শাওন আসাদ জেলা কমান্ড্যান্ট সিলেট, রুবায়েত বিন সালাম, জেলা কমান্ড্যান্ট সুনামগঞ্জ, শাহ নেওয়াজ হোসেন, জেলা কমান্ড্যান্ট মৌলভীবাজার, মোঃ মিরাজুল ইসলাম খান সহকারী পরিচালক সিলেটের রেঞ্জ, সার্কেল এডজুট্যান্ট জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
রেঞ্জ সদর দপ্তরস্থ অনুষ্ঠানে উপমহাপরিচালক পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র্যাংক ব্যাজ পরিয়ে দেন, সবাইকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ও তাদেরকে নিয়ে কেক কাটেন।
সিলেট রেঞ্জের প্রশিক্ষক-প্রশিক্ষকদের মধ্যে সিলেট জেলায় ৫ জন, মৌলভীবাজার জেলার ৫ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ১ জন সহ মোট ১৩ জন উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা/ সিএ পদে পদোন্নতিপ্রাপ্ত হন।
এ সময়ে সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “বাহিনীতে পদোন্নতি শুধু সৌভাগ্যের প্রতীক নয়, এটি দায়িত্ব ও কর্তব্য পালনে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হয়।” তিনি রাষ্ট্রের প্রতি কর্মকর্তা-কর্মচারীদের দায়বদ্ধতা, মাঠ প্রশাসনে বাহিনীর কার্যকারিতা, দুর্যোগকালীন সময়ে বাহিনীর সদস্যদের আত্মনিবেদন এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণে গণপ্রতিরক্ষা বাহিনী হিসেবে আনসার বাহিনীর অবদান আরো কার্যকরভাবে সম্পাদের আহবান জানান। তিনি আরো বলেন, ” মহাপরিচালককের বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ ও কল্যাণধর্মী উদ্যোগের ফলে বাংলাদেশ আনসার বাহিনী আজ জাতির কাছে অনন্য মর্যাদা অর্জন করেছে।
মাঠ পর্যায়ে বাহিনীর প্রতিনিধিত্বমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বাহিনীর কাঠামোকে আরও কার্যকর, গতিশীল ও শক্তিশালী রূপে গড়ে তুলতে হলে মাঠ পর্যায়ের প্রতিটি সদস্যকে নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দক্ষতার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে হবে, তবেই বাহিনীর গ্রহণযোগ্যতা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশসেবার মহান দায়িত্ব হবে আরও সুসংহত ও ফলপ্রসূ।”
উপমহাপরিচালক সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের দেশের তৃণমূল পর্যায়ে সদস্যদের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য এখন থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহবান জানান।
তিনি আরো বলেন, বর্তমান মহাপরিচালক বাহিনীর দায়িত্বভার গ্রহণের পর থেকে তার অধীনস্থদের কল্যাণ চিন্তার একটি মৌলিক অংশ ছিলো দাপ্তরিক প্রক্রিয়াকে স্বচ্ছ, সহজতর ও গতিশীল করার মাধ্যমে ন্যায্যতা ও সক্ষমতার ভিত্তিতে প্রত্যেকটি সদস্যকে তার প্রাপ্যতা বুঝিয়ে দেয়া যা প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে।
এ সময় পদোন্নতি প্রাপ্ত সকল কর্মকর্তাগণ মহাপরিচালকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান