অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগরীর সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ২২) মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। নিখোঁজের ২৪ ঘণ্টা পর বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমার কুমিল্লা পট্টি এলাকা সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা সুরমা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘সোমবার দুপুরে ওই যুবক গোসল করতে নেমে নিখোঁজ হন। বুধবার বিকালে তার লাশ ভেসে ওঠে। মরদেহটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’