সিলেটে অবৈধ পার্কিং দখলমুক্ত করার দাবীতে-কমিশনার বরাবরে স্মারকলিপি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার (২২ অক্টোবর ২০২৫) বেলা ১২.১৫ ঘটিকায় সিলেট মহানগরীর রাস্তার যানজট দূর করতে যত্রতত্র অবৈধ পার্কিং দখলমুক্ত করার দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, সিলেট নগরপ্রেমী নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজাদ চৌধুরী, শংকর বিশ্বাস, এড. মুহাম্মদ কামাল মিয়া ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

স্মারকলিপির বিষয়বস্তুঃ হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরাণ (রহঃ) এর আধ্যাত্মিক স্মৃতি বিজড়িত পূণ্যভূমি, প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ২০২৪ খ্রীষ্টাব্দের ৫ আগস্ট থেকে বাংলাদেশের নতুনভাবে পথচলা শুরু হয়। ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র ও সার্বজনীন শান্তি ফিরে পেয়েছে বাংলাদেশ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের প্রতি ও সকল আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি ঘুষখোর, দুর্নীতিবাজ, লুটেরা, সরকারী অফিসের দালাল, দেশী-বিদেশীদের ভূমি অন্যায়ভাবে আত্মসাৎকারী ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবী জানাচ্ছি। আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটে প্রতিদিন বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোকজন যাতায়াত করেন। শিকড়ের টানে সিলেটের অসংখ্য নাগরিক প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তন করেন। সিলেট মহানগরীর স্থানীয় বাসিন্দা সহ লক্ষ লক্ষ সাধারণ জনগণ বিভিন্ন কাজে নগরীতে প্রতিনিয়ত চলাচল করেন। নগরীতে স্বাচ্ছন্দে রাস্তায় চলতে গিয়ে বাঁধসাধে। বর্তমান সময়ে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার জন্য আপনাদের অভিযান অব্যাহত। সিলেট মহানগরীর প্রধান সড়কগুলোর প্রায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ফুটপাতে চলতে গিয়ে সিলেটবাসী স্বস্তিতে। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। প্রধান সড়কগুলোর পাশাপাশি সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাতও আপনাদের মাধ্যমে দখলমুক্ত করার দাবী জানাই। প্রশাসনের পক্ষ থেকে ৩০টি স্থানে স্ট্যান্ডের বাহিরে যার যেখানে মন চায় সেখানেই অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখে। এরজন্য ফুটপাতে ভালোভাবে হাঁটলেও রাস্তা বাহন নিয়ে সহজে চলাচল করা যায় না। মহানগরীর প্রধান প্রধান সড়ক সহ অলিতে গলিতে রাস্তায় চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছে। নগরীর প্রধান সড়কগুলোর রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং, যেখানে সেখানে অবৈধ স্ট্যান্ড, হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার ও প্রায় মার্কেটের সামনের প্রধান সড়কে অবৈধ পার্কিংয়ের ফলে তীব্র যানজট লেগেই থাকে। রাস্তার কোথাও উভয় পাশের্^ অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখায় জনসাধারণের বাহন নিয়ে চলাচলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। এই ভোগান্তি মুক্ত করতে আপনার দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি। সিলেট নগরীর গুরুত্বপূর্ণ অনেক এলাকার রাস্তা ভ্রাম্যমান ব্যবসায়ী এবং অবৈধ স্ট্যান্ডের দখলে। পাশাপাশি মূল রাস্তা ও অলিতে গলিতে রাস্তা দখল করে ভাসমান ব্যবসায়ীরা অস্থায়ী দোকান ও অবৈধ স্ট্যান্ড গড়ে তুলায় এসব স্থান দিয়ে চলতে আমরা নগরবাসীদের মারাত্মক বেগ পেতে হয়। এসবের কারণে নগরীর বিভিন্ন স্থানে সব সময় যানজট লেগে থাকে। নগরীর বন্দরবাজার, সিটি পয়েন্ট, সুরমা মার্কেট, জিন্দাবাজার, জল্লারপার, দাড়িয়াপাড়া, লামাবাজার, রিকাবীবাজার, কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, ভার্থখলা, বাবনা পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, লালদীঘিরপাড়, পাঠানটুলা, মদিনা মার্কেট, কাজলশাহ, মধুশহীদ, উপশহর, সোবহানীঘাট, টিলাগড়, শিবগঞ্জ ও মেজরটিলা এলাকার ফুটপাত এবং মূল রাস্তার দুই পাশ দখল করে রাস্তায় যত্রতত্র পার্কিং সহ অবৈধ স্ট্যান্ড থাকায় পথচারীদের হেঁটে যাওয়া ও যানবাহনের স্বাভাবিক চলাচলের সুযোগ নেই। রাস্তা দখলমুক্ত করা সিলেট মহানগরবাসীর বর্তমান সময়ের অন্যতম প্রধান দাবী। শীঘ্রই রাস্তা দখলমুক্ত ও এতদ্বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আপনার সুদৃষ্টি কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain