সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চালান আটক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের বিভিন্ন সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আনুমানিক ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। এবং এই অভিযানের সময় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল বিছনাকান্দি, কালাইরাগ এবং বাংলাজাবার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও বাংলাজাবার বিওপি এলাকাগুলোতে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় অবৈধ শাড়ী, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদ ইত্যাদি পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকা। এছাড়াও অবৈধ চোরাচালান মালামাল পরিবহনের অপরাধে ১ জনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।’

তিনি আরও জানান, ‘আটককৃত সব চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain