শিরোনাম :
দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষকে বিজয়ী করতে হবে-এম এ মালিক লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শিশুদের ফ্রি খৎনা কিছু উপদেষ্টার আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ুন কবির বিশ্বনাথ উপজেলার বিভিন্ন রাস্তা পরিদর্শন ও বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ টুকেরবাজারে এড. সামসুজ্জামান জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ টাঙ্গুয়া যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত সিলেটে দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে-সিলেট চেম্বারের নির্বাচন সিলেটে অবৈধ পার্কিং দখলমুক্ত করার দাবীতে-কমিশনার বরাবরে স্মারকলিপি সাংবাদিক রফিক সরকারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষকে বিজয়ী করতে হবে-এম এ মালিক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে ধানের শীষের কর্মসূচি অব্যাহত থাকবে কোন অবস্থায় ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কোন গোষ্ঠী বা কোন ব্যক্তি যদি ধানের শীষ বা দলের বিরুদ্ধে অবস্থান নেয় দক্ষিণ সুরমার জনগণ তাদের বিষদাঁত ভেঙে দিবে এবং এম এ মালিক জনগনের পক্ষে থাকবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন। ২৪ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪.৩০ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল পয়েন্টে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত পথসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জসাসসহ অন্যান্য সকল জাতীয়তাবাদী সংগঠনের প্রতি দলের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহবান জানান এবং কোন ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ্যে অবস্থান নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন। আগামীতে দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষ্যে কাজ করার জন্য তিনি আহবান জানান। তিনি বলেন তাদের কাছে দল সর্বোচ্চ অগ্রাধিকারে থাকে এবং ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

মালিক বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ও বিগত ১৫ বছরে ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র, যুবকদের যুক্ত করে বিএনপি যুদ্ধ করেছে। আজকে সময় এসেছে তরুণ যুবকরা নির্দ্বিধায় ভোট দিবে “আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব”।

তিনি দক্ষিণ সুরমাবসীকে অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রখার আহবান জানান এবং এই এলাকায় সন্ত্রাসীদের কোন জয়গা নাই বলেও সতর্ক করেন। প্রয়োজনে সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দেবার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain