শিরোনাম :
জমকালো আয়োজনে মহানগর কম্পিউটার কারিগরি ও যুব উন্নয়নের সফলতার ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে রোটারিয়ানরা: প্রফেসর আকমল হোসেন সিলেট জালালাবাদ গ্যাস অফিসে কর্মশালা সম্পন্ন বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে : বদরুজ্জামান সেলিম সিলেট কর্তৃক অভ্যন্তরীণ সেবা প্রত্যাশীদের অংশগ্রহণে গণ-শুনানী গোয়াইনঘাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণ সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণের আহ্বান: হাকিম চৌধুরীর সিলেটে খুনের আসামী চট্টগ্রামে গ্রেফতার করেছে র‌্যাব সিলেটে এবার সিএনজি অটোরিকশাকে যে নির্দেশনা দিলেন কমিশনার সবখানেই ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন-এম এ মালিক

গোয়াইনঘাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণ সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণের আহ্বান: হাকিম চৌধুরীর

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল আজও জনগণের মুক্তির একমাত্র আশ্রয়স্থল। বিএনপি শুরু থেকেই ধর্মীয় সম্প্রীতি, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষা করা শুধু একটি দল বা গোষ্ঠীর দায়িত্ব নয়, এটি দেশের সকল শ্রেণি ও সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। তাই দেশের সকল ধর্ম, বর্ণ ও জাতিকে একত্রিত করে বিএনপি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপির নেতৃত্বে সকলের সম্মিলিত চেষ্টায় আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও র্যালী শেষে গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমজীবী মানুষের ভাগ্য বদলাবে, তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি, যা বাস্তবায়নের মাধ্যমে দেশে আবারো আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি একজন সৈনিক হয়ে থাকতে চান এবং সিলেট-৪ আসনের জনগণের পাশে থেকে বিএনপির পতাকা উঁচিয়ে রাখতে চান।
সমাবেশে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারসহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন গোয়াইনঘাট উপজেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুন নুর।
গণ সমাবেশ পূর্ব উপস্থিত দলীয় কয়েক সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে র্যালী ও লিফলেট বিতরণ করেন আব্দুল হাকিম চৌধুরী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain