অনুসন্ধান ডেস্ক ::: কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্টান মহানগর কম্পিউটার কারিগরি ও যুব উন্নয়ন এর ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে । আজ ২৬ শে অক্টোবর রবিবার দুপুরে প্রতিষ্টানের হল রুমে ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী কারিগরি ও কর্মমুখী শিক্ষার স্বপ্ন দ্রষ্টা অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা চেয়ারম্যান উসমান জালালী জাকির এর সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক শায়খ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ পরিচলানয়,
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয় ক্বারী হাফেজ শফিকুর রহমান ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ক্বারী রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্বারী সোসাইটির সভাপতি সিলেট আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ক্বারী মাওলানা মোহাম্মদ শামছুদ্দোহা।
বিশিষ্ট শিক্ষানুরাগী কারিগরি ও কর্মমুখী শিক্ষার স্বপ্ন দ্রষ্টা অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা চেয়ারম্যান উসমান জালালী জাকির এর সভাপতিত্ত্বে প্রধান আলোচক উপস্থিত ছিলেন মুফতি হাফিজ মাওলানা শফিকুর রহমান।প্রতিষ্ঠানের ব্যবস্হাপনা পরিচালক মো: আজাদ উমর উদ্বোধনী বক্তব্য দেন।শুভেচ্ছা বক্তব্য দেন সকল শাখার পরিচালক এডভোকেট সারওয়ার ও এডভোকেট ফয়সল আহমদ বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাথাক্রমে মোঃ মাসুক মিয়া প্রিন্সিপাল ফেইম একাডেমি,এমদাদুল হক মিলন প্রিন্সিপাল স্টুডেন্টস হোম স্কুল এন্ড কলেজ সিলেট। কর্মমুখী শিক্কা ও হাতেকলমে শিক্ষা দান করে দেশবিদেশে সুনাম অর্জন ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য প্রতিষ্টানের চেয়ারম্যানকে প্রত্যেক অতিথি বৃন্দ তার ভূয়সী প্রশংসা করেন।
বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীদের আকর্ষনীয় পারফর্মন্সের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো প্রতিষ্টানের মহাপরিচালক উসমান জালালী জাকিরের জন্মদিন পালন ছিলো একই ভ্যানোতে।সম্মানিত অতিথি বৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন উসমান জালালী জাকির। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।মোনাজাত পরিচালনা করে মুফতি হাফিজ ক্বারী মাওলানা শফুকুর রহমান।পরে অতিথি বৃন্দ বিভিন্ন বিভাগে পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করেন।পরিশেষে উপস্থিত সবাইকে নিয়ে আপ্যায়ন করেন প্রতিষ্টানের কর্ণধার উসমান জালালী জাকির।