অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মুরারীচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন বলেছেন, রোটারি ক্লাব শুধু সমাজসেবা সংগঠন নয়; এটি একটি মানবিক প্রতিষ্ঠান। রোটারিয়ানরা সমাজে আলো ছড়িয়ে দেন, যেভাবে এক প্রদীপ অন্ধকার দূর করে। অর্থনৈতিক কমিউনিটি ডেভেলপমেন্ট মানে শুধু কর্মসংস্থান নয়, এটি মানবসম্পদ উন্নয়ন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গঠনের প্রক্রিয়া। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো শিক্ষা, দক্ষতা ও স্বনির্ভরতা। রোটারির প্রকল্পগুলো, যেমন চক্ষু শিবির, নারীদের উদ্যোক্তা সহায়তা, এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, এগুলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যরা তাদের উপার্জিত অর্থ দিয়ে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অসহায় মানুষদের স্বাবলম্বি করতে রাতদিন তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। যার ফলে অনেক অসহায় পরিবার আজ স্বাবলম্বি হয়েছেন। আমি আশা ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ সকল সদস্যদের মাধ্যমে আগামীতেও এই ক্লাবের কার্যক্রম আরো বেগবান হবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) রাতে নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর সপ্তাহিক সভা এবং “কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট” মাস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন রিপসা টিমের এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. পিপি মো. সিদ্দিকুর রহমান, স্পেশাল এইড রোটা. জাকির আহমেদ চৌধুরী, কো-কোডিনেটর-এডমিন রোটা. মোহাম্মদ মনজুর আল বাসেত, রোটারি ক্লাব অব জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট রোটা. মুজাক্কির হোসেন কামালি, রোটারি ক্লাব অব সিলেট মিডডাউনের প্রেসিডেন্ট রোটা. সেলিনা আক্তার চৌধুরী, সুনামগঞ্জ সমিতির ট্রেজারার মস্তাফিজুর রহমান, সুলতান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটা. মনসুর আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের নবাগত সদস্য রোটা. নিশি কান্ত দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটা. পিপি মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথিকে দিয়ে ফুল বরণ করেন রোটা. পিপি বদরুল হোসেন এড.। ওয়ার্ল্ড পোলিও ডে অনুষ্ঠানের উপর মুল্যায়ন মুলক আলোচনায় অংশ নেন রোটা. পিপি মো. তৈয়বুর রহমান, ক্লাবের বর্তমান প্রজেক্ট (চক্ষু শিবির) এর কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন রোটা. পিপি এম এ রহিম।
ভোট অফ থ্যাংকস প্রদান করেন রোটা. পিপি সাব্বির আহমেদ। সেক্রেটারি ইনাউন্সমেন্ট প্রদান করেন ক্লাব সেক্রেটারি শিশির সরকার। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন রোটা. পিপি রুহুল আলম খান এবং রোটা. জুবায়ের আহমেদ। অনুষ্ঠানে যারা সময়মতো উপস্থিত হন তাদের মধ্য থেকে তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি