শিরোনাম :
জমকালো আয়োজনে মহানগর কম্পিউটার কারিগরি ও যুব উন্নয়নের সফলতার ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে রোটারিয়ানরা: প্রফেসর আকমল হোসেন সিলেট জালালাবাদ গ্যাস অফিসে কর্মশালা সম্পন্ন বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে : বদরুজ্জামান সেলিম সিলেট কর্তৃক অভ্যন্তরীণ সেবা প্রত্যাশীদের অংশগ্রহণে গণ-শুনানী গোয়াইনঘাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণ সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণের আহ্বান: হাকিম চৌধুরীর সিলেটে খুনের আসামী চট্টগ্রামে গ্রেফতার করেছে র‌্যাব সিলেটে এবার সিএনজি অটোরিকশাকে যে নির্দেশনা দিলেন কমিশনার সবখানেই ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন-এম এ মালিক

সিলেট জালালাবাদ গ্যাস অফিসে কর্মশালা সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোর প্রকল্পসমূহের যথাসময়ে ও মানসম্পন্ন বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি খাত হচ্ছে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি। এ খাতে পরিচালিত প্রতিটি প্রকল্পের সফলতা দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি খাতকে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নেওয়া। এজন্য প্রতিটি প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকল্প পরিচালকগণ হচ্ছেন বাস্তবায়নের মূল নেতৃত্ব তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপরই নির্ভর করে প্রকল্পের সফলতা। তিনি এমন সুন্দর একটি কর্মশালার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
শনিবার (২৫ অক্টোবর) নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসের কনফারেন্স রুমে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লি: এর আয়োজনে “পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহের মাধ্যমে সমাপ্ত প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকগণের সাথে অভিজ্ঞতা বিনিময় এবং প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোর মধ্যে তথ্য বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং প্রকল্প ব্যবস্থাপনায় উদ্ভাবনী চিন্তা প্রয়োগ করলে ভবিষ্যতের প্রকল্পগুলো আরও গতিশীল ও সফল হবে। সরকারের দিকনির্দেশনা অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসি বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সততা, দক্ষতা ও দূরদর্শিতা অপরিহার্য।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, জ্বালানি খাতে অর্জিত অভিজ্ঞতাকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজে লাগাতে হবে। সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। প্রকল্প বাস্তবায়নে যেকোন ধরণের সহযোগিতার প্রয়োজন হলে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এর সভাপতিত্বে ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আছমা আরা বেগম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী, মো. অলিউর রহমান, মো. আকনুর রহমান পিএইচডি, ইশরাত রেজা, উপ সচিব এস এম জাকারিয়া, দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হক, পেট্রোবাংলার উর্ধ্বতন মহাব্যবস্থাপক (অনুসন্ধান ও সমীক্ষা প্রকল্প) প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক, মহা ব্যবস্থাপক (প্লানিং এন্ড মনিটরিং) নাসিমা খানম, পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান, পরিচালক (পরিকল্পনা) মো. আব্দুল মান্নান পাটওয়ারী, পরিচালক (অপরেশন এন্ড মাইন্স) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুন ভুঁইয়া, বাপেক্স ঢাকার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোং লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লি: এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আলম, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন পরিচালকদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুরে দেওয়া হয়। কর্মশালা শেষে জালালাবাদ গ্যাস অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain