শিরোনাম :
মাহতাব আহমদ এর বাবার মৃত্যুতে নগরকান্দি হাতিডহর ছয়ত্রিশ উন্নয়ন ফোরামের শোক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব ভবনের মূল স্থাপনার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি গড়তে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : খন্দকার মুক্তাদির সিলেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দিলেন বিএনপি নেতা শ্রমিকদের কল্যাণে বিএনপি অতীতের মত ভবিষ্যতেও কাজ করবে : খন্দকার মুক্তাদির জমকালো আয়োজনে মহানগর কম্পিউটার কারিগরি ও যুব উন্নয়নের সফলতার ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে রোটারিয়ানরা: প্রফেসর আকমল হোসেন

সিলেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যুবসমাজকে সংগঠিত ও দেশগঠনে সম্পৃক্ত করার মহান লক্ষ্য নিয়েই জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে যুবদল মাঠে আছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আর দেশনায়ক তারেক রহমান আজকের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁদের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব- যেখানে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হবে। এজন্য যুবদলের প্রতিটি কর্মীকে দেশপ্রেম, শৃঙ্খলা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে।
তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে থাকুন এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশকে মুক্তির পথে এগিয়ে নিন- এই হোক যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আম্বরখানা পয়েন্টে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
র‌্যালিটি বিকেল ৩টায় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদল আজ নতুন প্রজন্মের আশা-আকাক্সক্ষার প্রতীক। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে যুবদলের ভূমিকা ছিল অপরিসীম। যুবদলের নেতাকর্মীরা মাঠে থেকে স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্র-জনতার সাথে ঝাপিয়ে পড়েছেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছে। দেশের সু-শাসন ও উন্নয়নের জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যুব সমাজ একটি জাতির ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ যাতে আলোকিত হয়, সেজন্য নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে যুবদলকে দেশের স্বার্থে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে প্রতিটি জেলা ও মহানগর, উপজেলা, পৌর, ইউনিট এবং ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
তিনি বিগত স্বৈরাচারী সরকারের আমলে শহীদ, গুম ও নিখোঁজ নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের ত্যাগ ও সাহসিকতা আমাদের আগামীর পথচলার প্রেরণা। তাদের আত্মদানের কথা বুকে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল ও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আগমগীর বক্ত চৌধুরী সোয়েব, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ, জেলা যুবদলের সাংগঠনিক মাসরুর রাসেল প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবদল এবং এর অধীনস্থ ১৩টি উপজেলা, ৫টি পৌর ও ৪২ টি ওয়ার্ডের সর্বস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain