 
																
								
                                    
									
                                 
							
							 
                    অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভা ও মেম্বারশিপ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ নিজস্ব কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পী এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহ সভাপতি সাজুওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফসর মো. ফাহিম, প্রফেসর মো. সিরাজুল ইসলাম, কাজী মাহমুদ হোসেন, সদস্য লোকমান আহমদ মাছুম, এ কে এম মনোয়ার হোসেন, এডভোকেট নাদিম রহমান, আনহার উদ্দিন, হাজী ইকবাল, মো. সাইনুল প্রমুখ।
জরুরি সভায় দি সিলেট চেম্বার অব কর্মাস এর নির্বাচন বিষয়ক আলোচনা, বিস্ফোরক পরিদপ্তরের চিঠির বিষয়ে আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি