
গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাটে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারঘেঁষা একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মোস্তফা মিয়া ও প্রতিবেশী নুর হোসেনের মধ্যে বিরোধ চলছিল।
বুধবার সকালে সেই জমির দখল কারা কে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে মোস্তফার ছেলে আল-আমিন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
নিহতের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।