শিরোনাম :
সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা : সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল সিলেটে বিশ্বশান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ ও ধর্মালোচনা বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম স্ট্যান্ডে ৫টির জায়গায় ৩০টি গাড়ি রাখা হচ্ছে : এসএমপি কমিশনার বিএনপির ক্ষমতায় আসলে গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে-জালালী পংকি বিয়ানীবাজারে ৩১ দফা বাস্তবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন সিলেট চেম্বার নির্বাচনের দাবিতে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ী ফোরামের স্মারকলিপি সিলেটে এখনো চলছে পাথর চুরি, আটক-১ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাস্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতির সংবাদ সম্মেলন সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

স্ট্যান্ডে ৫টির জায়গায় ৩০টি গাড়ি রাখা হচ্ছে : এসএমপি কমিশনার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, “অনেক জায়গায় পাঁচটি গাড়ি রাখার অনুমতি থাকলেও সেখানে ৩০টি পর্যন্ত গাড়ি রাখা হচ্ছে, এতে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করে রাস্তা প্রশস্ত করা হবে এ বিষয়ে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থা ব্যবস্থা নেবে।”

সিলেট মহানগর এলাকায় সুষ্ঠু ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

 

সভায় পুলিশ কমিশনার বলেন, সিলেট একটি পর্যটননগরী—এখানে পর্যটন শিল্পের বিকাশে সুষ্ঠু ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, “বর্তমানে অনেক যানবাহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে, আবার মাঝপথে যাত্রীরা ছিনতাইয়েরও শিকার হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে পরিবেশবান্ধব, ভাড়া-সাশ্রয়ী ও যাত্রীবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি জানান, গণপরিবহন চালুর নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে। জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও বিআরটিএসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, গণপরিবহন ব্যবস্থা চালু হলে যাত্রীদের সময় ও ভাড়া সাশ্রয় হবে, ভ্রমণ হবে আরামদায়ক এবং নগরীর যানচলাচল হবে শৃঙ্খলিত। এতে সিলেট আধুনিক ও পরিকল্পিত নগরীতে পরিণত হবে।

সভায় উপস্থিত ছিলেন এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ, দোকান-মালিক সমিতির সদস্য, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক নেতৃবৃন্দ, সিলেট উইমেন চেম্বারের সদস্যবৃন্দ, ইমাম সমিতির সদস্য, নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধি, সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain