 
																
								
                                    
									
                                 
							
							 
                    অনুসন্ধান ডেস্ক ::: জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান বলেছেন, ইমাম, মুয়াজ্জিন ও খতীবগণসহ মসজিদে কর্মরত সকল জনশক্তির সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবন মান উন্নয়নের জন্য সচেতনতা প্রয়োজন, সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ইমাম মুয়াজ্জিনদের সম্মানি নির্ধারণ করার জন্য মসজিদ কর্তৃপক্ষকে আন্তরিকতার সাথে এগিয়ে আসা প্রয়োজন। তিনি গত ৩০ অক্টোবর জালালাবাদ ইমাম সমিতি শাহপরান থানা শাখা পুনর্গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন। মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদীর সভাপতিত্বে ও মাওলানা আবু তাহির মিসবাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আজির উদ্দিন জেহাদী, মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজল আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা নুর আহমদ। সভায় উপস্থিত ইমামগণের পরামর্শের ভিত্তিতে শাহপরান থানা শাখার কমিটি পুনর্গঠন করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা কবির আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আফতাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহির মিসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ মসরুর, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আজির উদ্দিন জেহাদী, মাওলানা ফজল আহমদ, মাওলানা আব্দুল কাদির, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নোমানী, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা নুর আহমদ, মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা নুরুল আমীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা লায়েক আহমদ, মাওলানা হাফিজ জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা জাহিদুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হারিস উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা আলতাফ হোসাইন, হাফিজ মাওলানা ফাহিম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নুরুল হক, মাওলানা জুবায়ের আহমদ, সদস্য মাওলানা আবুল হোসেন, হাফিজ মাওলানা আব্দুর রব, মাওলানা জাকারিয়া আল হাসান, মাওলানা আব্দুল কাদির জিলানী, মাওলানা মুফতি রইসউদ্দিন, মাওলানা ইমাম উদ্দিন।