শিরোনাম :

মামলা করতে থানায় যেতে হবে না: সিলেটের পুলিশ কমিশনার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জিডি ও মামলা করতে থানায় যেতে হবে না বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেন, এখন যে কোনো ধরনের সহায়তা পেতে থানায় গিয়ে জিডি বা মামলা করার প্রয়োজন নেই। নাগরিকদের সুবিধার্থে GenieA App এর মাধ্যমে সেবাকে হাতের নাগালে নিয়ে আসা হয়েছে। GenieA App এর মাধ্যমে একটি ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে।

শুক্রবার (৩১ অক্টোবর) নগরের উপশহর বি-ব্লকে বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এসএমপি কমিশনার। জুমার নামাজ পূর্ববর্তী বয়ানকালে তিনি এসব কথা বলেন।

এসএমপি কমিশনার বলেন, প্রাথমিকভাবে এই অ্যাপটি মোগলাবাজার থানায় চালু করা হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই অ্যাপটি ব্যবহার করছে। ইতোমধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নগরীর শাহপরাণ (রহ.) থানা ও দক্ষিণ সুরমা থানায় এই App এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ ছাড়া আগামী মাসে ‘আইনি সেবা’ নামে অ্যাপটির একটি নতুন সেবা চালু করা হবে।

তিনি আরও বলেন, আপনারা যদি অনেক টাকা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে চান, তাহলে পুলিশের সহায়তা চাইলে বিনা খরচে এই সেবা দেওয়া হবে।

এসএমপি কমিশনার বলেন, আমার লক্ষ্য হলো সিলেটকে একটি সুন্দর ও নিরাপদ নগরীতে পরিণত করা। এই লক্ষ্যে পৌঁছাতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি বিষয় আমাকে অবাক করেছে, এই মেট্রোপলিটন এলাকায় প্রায় ৯০০টির অধিক মসজিদ রয়েছে। কিন্তু ইমাম ও মুয়াজ্জিমের বেতন-ভাতা বা সম্মানী মাত্র ৩ থেকে ৫ হাজার টাকা।

ইমাম ও মুয়াজ্জিন সাহেবরা সমাজে ধর্মের আলো ছড়িয়ে দেন, তাদের বঞ্চিত রেখে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। ইমাম ও মুয়াজ্জিমদের ইনসাফের ভিত্তিতে যথাযথ বেতন-ভাতা বা সম্মানী দিতে তিনি মসজিদ কমিটিগুলোর প্রতি আহ্বান জানান।

নামাজের পর তিনি মুসল্লিদের মাঝে GenieA App’র লিফলেট বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain