শিরোনাম :
সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা সিলেটে সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন জকিগঞ্জে বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ উন্নয়ন বঞ্চনার শিকার সিলেটবাসী, আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পেশাজীবিদের সাথে মতবিনিময় সভায়-কয়ছর এম আহমেদ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না: আরিফুল হক

মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই বাইপাস এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবী মনির হোসেন রতনের সভাপতিত্বে ও আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রয়াত বড় ভাই গরীবের ডা. আলাউদ্দিনকে সিলেট ৩ আসনের মানুষ ভালোবাসতেন। তাঁর মৃত্যুর এতোবছর পরও মানুষ তাঁকে স্মরণ করেন। আমাদের প্রয়াত বড় ভাই ডা. আলাউদ্দিনের সমাজসেবার অনুপ্রেরণা থেকেই ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’সহ আমরা মানুষের সেবা করার চেষ্টা করছি। আপনারা আমাদের ভালোবাসেন বলেই আমরা সাহস ও অনুপ্রেরণা পাই। আমরা বিশ্বাস করি বিএনপি সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমছু মিয়া, আব্দুল কদ্দুছ, ছইদ মিয়া, আলতাই মিয়া,শাবউদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির নিজাম, জুনান আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, সাব্বির আহমেদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, আবির আহমেদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, আব্দুল সালাম, দীপু আহমেদ প্রমুখ।

একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের বরইকান্দি, মকন দোকান, তেলিরাই, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর, মন্দিরখলা, হাজরাই নয়াবাজার, লামা হাজরাই, চৌধুরীগাঁও, উপর হাজরাই, বাইপাস সড়ক, ছনুপাড়া, লক্ষীপাসা এবং কামালবাজার ইউনিয়নের কামালবাজার ও সংলগ্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain