অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়াতে সরকার ও শিক্ষক উভয়েরই দায়বদ্ধতা রয়েছে। শিক্ষকদের মর্যাদা রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বাশিসের ভূমিকা অনন্য। শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও নৈতিকতা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ মেরুদণ্ডকে দৃঢ় রাখতে শিক্ষক সমাজকে আদর্শ, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক চেতনা জাগ্রত করাই আজকের সময়ের দাবি।
তিনি আরো বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো মানের শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। একজন শিক্ষই হাজারো শিক্ষার্থীকে সু-শিক্ষা দিয়ে তাদের উন্নত জীবন গড়ে দিতে পারেন। তিনি ঐক্য, শৃঙ্খলা ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার আহবায়ক ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. ফজলুর রহীম কায়সার, বাশিস সিলেট জেলার সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ এইচ এম ইসবাইল আহমদ, বাশিস সিলেট জেলার সাবেক সহ সভাপতি মো. আব্দুস শাকুর, বাশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার এডহক কমিটির সদস্য সচিব খালেদ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক অতিরিক্ত মহাসচিব ও কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক মাওলানা মাসউদ আহমদ খাঁন। গীতা পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলার সচিব রিপন সূত্র ধর। এছাড়াও সম্মেলনে সিলেট জেলা শিক্ষকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ৩ বছরের জন্য বাদাঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আহমদ আলীকে সভাপতি, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীকে সদস্য সচিব ও ছুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি