শিরোনাম :
ঝাড়ু হাতে রাস্তায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেট সীমান্ত দিয়ে আসছিলো পেঁয়াজ-টমেটোর বিশাল চালান বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি-অ্যাড. এমরান আহমদ চৌধুরী সিলেটে জিডিএফ’র শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন ঐক্যমত কমিশন জাতির সঙ্গে খেলা করেছে মন্তব্য করে-সিলেটে- সেলিমা রহমান সিলেটে একসাথে রাজপথে মুক্তাদির-আরিফ গণতন্ত্র পুনরুদ্ধার ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে জনগণের ঐক্য প্রয়োজন: অ্যাড এমরান সিলেটে পি.আই.ও সমিতি’র নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শহীদ জিয়ার নেতৃত্বে এই দেশ সর্বক্ষেত্রে স্বংয়ন সম্পন্নতা অর্জন করে-বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে খন্দকার মুক্তাদির

সিলেটে জিডিএফ’র শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক শিক্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ নভেম্বর শনিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক।
জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন-জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিসাব রক্ষক মোঃ শাহজাহান, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমী। উপস্থিত ছিলেন ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান জিয়া, শিক্ষক মলয় রায়, আফজাল শিকদার, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ সহ জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ সময় উপযোগী প্রদক্ষেপ। তিনি বলেন, শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা প্রতিবন্ধীদের শিক্ষাক্ষেত্রে দক্ষ ভাবে পাঠদানে কলাকৌশল অর্জন করবেন। তিনি জিডিএফ এর মানবিক, সামাজিক সহ শিক্ষা ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের ভূয়সী প্রশংসা করে মানবিক প্রতিষ্ঠান গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনকে আরো এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সংস্থা, প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিগণকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain