শিরোনাম :
সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে : প্রধান উপদেষ্টা সেই ইমাকে গ্রেফতার করেছে র‌্যাব সিলেটে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পিঁয়াজসহ আটক ৪ ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ-কলিম উদ্দিন আহমেদ মিলন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল

সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের রেলপথ, সড়ক ও আকাশ পথের উন্নয়ন কার্যক্রমসহ সকল সমস্যা দূর করনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নাগরিক পরিকল্পনার মধ্যমে উদ্যোগ গ্রহণ করে কাজ করবে বিএনপি। সিলেটবাসীর উন্নয়নের স্বার্থে সকলে মিলে একযোগে কাজ করবো আমরা। পানির সংকট ও বন্যা সমস্যা মোকাবিলায় খাল ও নদী খনন সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে বিএনপি। জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানি সরবরাহ করণে সিলেটবাসীকে তীব্র সংকট ও ভোগান্তি পোহাতে হয়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলো পরিকল্পনা বাস্তবায়নের মধ্যদিয়ে একটি আধুনিক সিলেট গড়ে তুলবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু শহর নয়, গ্রামভিত্তিক উন্নয়নের মহাপরিকল্পনা নিচ্ছেন। তিনি গ্রাম ও শহর নিয়ে স্বপ্ন দেখেন। কৃষকদের জীবনমান উন্নয়নে গবেষণা সেল করেছেন।
তিনি বুধবার (১২ নভেম্বর) সিলেট নগরীর মদিনা মার্কেটের ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভা, সুবিধবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট সহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের পরিচালনায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। পরে সবাইকে নিয়ে তিনি গণসংযোগ শুরু করেন এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুস সবুর, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহকারী নির্বাচন কমিশনার আফসর খান, রুবেল বক্স, আজিজ খান সজিব, ফখরুল ইসলাম বাদল, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন, আব্দুল হাদী মাছুম, এডহক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain