অনুসন্ধান ডেস্ক ::: দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা, ঘোষিত লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সিলেটের কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা ‘ফাঁসি চাই ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই,’ ‘জিয়া তুমি আলো, ঘরে ঘরে জ্বালো,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,’ ‘সারা বাংলার জিয়ার সৈনিক, এক হও লড়াই কর,’ সহ নানা প্রতিবাদি স্লোগান দেন।
এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আজ গ্রেপ্তার হওয়া প্রত্যেকে টাকার বিনিময়ে এসব নাশকতায় যোগ দিচ্ছে। তার ঘোষিত আজকের কর্মসূচি ভেস্তে গেছে। এসব কর্মসূচি বন্ধ করে শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান তারা।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।