অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলি ইউনিয়নের আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মতিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থীদের মানুষ করে গড়ে তোলার এ কারিগরকে বিদায় সংবর্ধনা প্রদান প্রদানের লক্ষ্যে শনিবার (১৫ই নভেম্বর) দিনব্যাপী ছিল জমকালো নানা আয়োজন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বর্তমান ও সাবেক হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়।
সকাল ১১ টায় প্রিয় শিক্ষককে স্বাগত জানাতে শত শত শিক্ষার্থী তেলিবাজার পয়েন্টে জড়ো হয়। তারা প্রিয় এই শিক্ষককে ফুলের মালা দিয়ে বরণ করে মিছিল সহকারে বিদ্যালয়ে নিয়ে আসেন। এ সময় সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের।
পরে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম পর্বে ছিল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও আবৃতি নানা সংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ২ টায় দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মতিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আজ আমি নিজেকে স্বার্থক মনে করি। দীর্ঘ ৩১ বছর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে আমার চেষ্ঠা ছিল শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। অবসরের পর আজ একজন শিক্ষক হিসেবে আমার প্রাণপ্রিয় সকল ছাত্র-ছাত্রীদের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও গ্রামবাসী যে সম্মান আমাকে দিয়েছেন সেটি আমার জন্য বড় পাওনা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল মতিন কেবল একজন শিক্ষক ছিলেন না, ছিলেন একজন পথপ্রদর্শক। তিনি নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন এই প্রতিষ্ঠানের জন্য। আহমদপুর গ্রামের প্রায় দুই ৩ কিলোমিটার রাস্তার পাশে বৃক্ষরোপন করে এলাকাকে আদর্শ গ্রাম হিসেবে পরিণত করেছিলেন ও একজন বৃক্ষপ্রেমিক শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি আলোকবর্তিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব খন্দকার এর সভাপতিত্বে ও বশির মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহমদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি রুনু মিয়া, তফজ্জুল মিয়া, আব্দুল মছব্বির, নরুদ্দিন মিয়া, মঈনুল ইসলাম, রফিক মিয়া, আব্দুল মালিক, মুরাদ হাসান জামাল, শিব্বির আহমদ, নিয়াজ উদ্দিন, আব্দুর রকিব, কামাল মিয়া, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অবিভাবক কমিটির সদস্য সাংবাদিক জাহেদ আহমদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবনেতা সালাউদ্দীন, রাজা মিয়া, বশির মিয়া, ফখরুল ইসলাম, আব্দুস সামাদ, শাহীন আহমদ, সায়মন আহমেদ, আব্দুল ওয়াহিদ, কবির আহমদ, মুক্তাদির আহমদ, শিপন আহমদ, তৌহিদ হোসেন রুবেল, ইয়াসির হামিদ, রিপন আহমেদ, আব্দুক মতিন, অলিদ রহমান ছানি, মিসবাহ আহমদ শাকিল, রুমেল আহমেদ, এ জে জুয়েল, শাকিল আহমদ সাকিব, সাহানা আক্তার শিউলি প্রমুখ। মানপত্র পাঠ করেন অলিদ রহমান ছানি।
অনুষ্ঠানে সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন স্যারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দসহ প্রাক্তণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বৃহত্তর আহমদপুর পুরান তেঁতলি গ্রামের বিশিষ্ট মুরব্বীয়ান, যুবসমাজ সহ বিদ্যালয়ের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি