অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাকে সিলেট-১ আসনে জামায়াতে ইসলামী থেকে আমাকে মনোনীত করা হয়েছে। আমি ১৯৭৯ সাল থেকে সিলেটে কাজ করে আসছি। তাই সিলেটের সমস্যাগুলো আমার ভালোভাবে জানা। এর মধ্যে প্রধান ৬টি সমস্যা হচ্ছে- রাস্তার, ড্রেনেজ, বিশুদ্ধ পানির, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আর নদী এলাকার নদীভাঙ্গনের সমস্যা। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এসব সমস্যার দ্রুত সমাধান করবো। এছাড়া অন্যান্য যে সকল সমস্যা রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে সব সমস্যার সমাধান করে সিলেটকে একটি আদর্শ শহরে পরিণত করবো ইনশাআল্লাহ।
তিনি শনিবার রাতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে সেন্টার কমিটি গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকার সাথে আমাদের যোগাযোগ সমস্যার শেষ নেই। রেললাইন পুরাতন হয়ে গেছে, রেলের সংকট রয়েছে। ভোট দিয়ে যদি আমাকে সুযোগ দেন, তাহলে রেললাইনকে ডাবল করবো। ৩ ঘণ্টা থেকে ৪ ঘণ্টার মধ্যে ঢাকায় গিয়ে পৌঁছার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের দোয়া ও ভোট চাই। আপনার একটি ভোট অনেক মূল্যবান। এই ভোটের মাধ্যমে দেশ বিক্রি হয়ে যেতে পারে আবার দেশের পরিবর্তনও হয়ে যেতে পারে। তাই আপনারা চিন্তা করে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন।
এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আজাদ মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি আজমল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি আল ইমরান, সাবেক ছাত্রনেতা রায়হান আহমদ, আজাদ মিয়া, তরমুস আলী, আক্রম আলী, মো. টুনু মিয়া, জৈন উদ্দীন, মিফতাউর রহমান, মাষ্টার এখলাসুর রহমান, আব্দুল বাসিত, নূর উদ্দিন, রফিক মিয়া, সোওয়াব আলী, রইস খাঁন, চেরাগ আলী, চেরাগ আলী বুদাই, নূর মিয়াও আব্দুল কাদির প্রমুখ।
এদিকে শনিবার বিকেলে দাঁড়িপাল্লার সমর্থনে নগরীর নাইওরপুল থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত শত শত জনতার অংশগ্রহণে প্রচার মিছিলে অংশগ্রহণ করেন প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এসময় মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন রাতে তিনি সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২নং ও ৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।