শিরোনাম :
আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্রে প্রতিবাদ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ৩১ দফা ও খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ১৩নং ওয়ার্ড যুবদলের প্রচারপত্র বিলি গণসংযোগ, সনাতনী সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা দক্ষিণ সুরমায় সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিনকে বর্ণিল আয়োজনে বিদায় সংবর্ধনা প্রদান সিলেটে জিডিএফ’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন মানতে হবে সিলেট বিআরটিএ’র যে নির্দেশ না জাফলংয়ে সাদা পাথর লুট কান্ডে অভিযুক্ত আনোয়ার আটক সিলেটে দুর্বৃত্তের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স ও বাস

সিলেটে জিডিএফ’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে এবং মুসলিম চ্যারিটি ইউকে’র সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) শনিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
জিডিএফ’র উপদেষ্টা ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভা-সভাপতি এম এ হান্নান, সুইট বাংলাদেশ সিলেট শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান খালেদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের সিএ আ.স.ম. মাসুম, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, সাধারণ সম্পাদক আলামীন আহমদ নাঈম।
জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিসাব রক্ষক মোঃ শাহজাহান, শিক্ষক আফজাল শিকদার, শিক্ষক সরুপা বেগম, শিক্ষক মলয় রায়, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, ওয়াসীম আহমদ, আনিসুল হক, সমিরঞ্জন বিশ্বাস, তাহমীনা আক্তার মৌমি, নূরজাহান বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, প্রতিবন্ধীদের উপেক্ষা ও অবহেলা না করে তাদের সঙ্গে সদাচরণ এবং সাহায্য-সহযোগিতা করা উচিত। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে সমাজকে অনেক কিছু দিতে পারে। প্রতিবন্ধীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে পারলে মানবসম্পদে পরিণত হবে। তাদের প্রতি আমরা ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিলে তারা দেশ ও জাতি গঠনে যোগ্য অংশীদার হতে পারে। তাই প্রতিবন্ধীদের প্রতি আমাদের যত্নবান এবং তাদের মানবাধিকার সুরক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। তিনি জিডিএফ এর মানবিক, সামাজিক সহ শিক্ষা ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের ভূয়সী প্রশংসা করে মানবিক প্রতিষ্ঠান গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনকে আরো এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সংস্থা, প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিগণকে এগিয়ে আসার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain