অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর যুবদলের অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে রোববার (১৬ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের কাছে তুলে ধরতে কাজিরবাজার সহ আশপাশ এলাকায় ব্যাপক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ভোটারদের মাঝে লিফলেট বিলি করা হয়।
প্রচারপত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের দেশ পুনর্গঠনের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি রাষ্ট্র পুনর্বিন্যাসের রূপরেখা, যেখানে জনগণের মতামত, ন্যায়বিচার, জবাবদিহিতা, স্বাধীন গণমাধ্যম, সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারের অঙ্গীকার রয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, সিলেট-১ আসনের জনগণ সব সময়ই গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পক্ষে। বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি একজন শিক্ষিত, সৎ ও দক্ষ নেতৃত্বের প্রতীক। তাই জনগণের আস্থা অর্জন করে ধানের শীষকে বিজয়ী করা নাগরিক দায়িত্বের অংশ। আমরা প্রত্যেক ভোটারকে আহ্বান জানাচ্ছি—যোগ্য নেতৃত্বকে সুযোগ দিন, অঞ্চল ও দেশের অগ্রগতিতে অবদান রাখুন।
প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মুহিবুল আলম, সহ সভাপতি প্রাণেশ দেব, জেলা যুবদলের সহ সভাপতি জুবের আহমদ, সিনিয়র সদস্য মো. মকবুল হোসেন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ফুরুক, ১৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ১৩নং ওয়ার্ড যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক শরিফ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শিমুল আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভূইয়া,ওয়ার্ড যুবদল নেতা তারেক আহমদ তপু, মো. কামাল উদ্দিন, আব্দুল সালাম, যুবদল নেতা করিম আহমদ, জুম্মন আহমদ, আলোয়ার আহমদ, ওয়ার্ড যুবদল নেতা শরিফ আহমদ, রবি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি