অনুসন্ধান ডেস্ক ::: হবিগঞ্জের নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল মিয়াকে ঘটনার ২০ বছর পর সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৬ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার ফজল মিয়া নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর পারিবারিক বিরোধের জেরে নিজ বাড়িতে মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন তিনি। হত্যার পর আঙ্গুরার দেহ ঘরের ভেতরে এবং বিচ্ছিন্ন মাথা বাইরে রেখে পালিয়ে যান ফজল।
এ ঘটনায় আঙ্গুরার আরেক ছেলে আবদুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির বিচার শেষে হবিগঞ্জ আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিনের অনুসন্ধানের পর র্যাব-৯ এর একটি দল গোয়াইনঘাটের পূর্ব জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ফজল মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।