শিরোনাম :
সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ এক বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪,নিহতদের বেশি মোটরসাইকলে চালক আরোহী নারী শিক্ষা ও ক্ষমতায়নে দেশনেত্রীর অবদান অবস্মরণীয় : খন্দকার মুক্তাদির প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর জৈন্তাকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী শোক বই স্বাক্ষরকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সিলেটে উড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, ব্যাপক আতঙ্ক জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য র‌্যালী সিলেটের তিন জেলায় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, আসবেন আগের রাতেই সিলেটে সিএনজি অটোরিক্সায় ছিনতাই, গ্রেপ্তার ৩

আত্মনির্ভরশীল সু-নাগরিক হিসেব গড়ে তুলতে কাজ করছে স্কাউট: ইউএনও রতন কুমার অধিকারী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেছেন, স্কাউটিং একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।এটি এমন এক জীবনমুখী শিক্ষাব্যবস্থা, যা একজন শিক্ষার্থীর জীবনে ইতিবাচক পরিবর্তন এনে তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে।
তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে, যা পরিবার, সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্বশীল করে তোলে। স্কাউটরা বিভিন্ন শিক্ষামূলক, স্বেচ্ছাসেবামূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্কাউটসরা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে স্কাউট আদর্শের প্রতিফলন ঘটাবে ও দেশের উন্নয়ন কাজে একজন প্রকৃত দেশপ্রেমিক ও স্বেচ্ছাসেবী হিসেবে আত্মনিয়োগ করবে বলে আশা করছি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের ৩য় বর্ষপূর্তি ও স্কাউট ডেন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও রতন কুমার অধিকারী।
এ সময় তিনি লর্ড ব্যাডেন পাওয়েলের আদর্শ ও দীক্ষা অনুসরণ করে মানবতার সেবায় এগিয়ে আসতে স্কাউটদের আহ্বান জানান। একই সাথে উপজেলার বিভিন্ন প্রতিকূলতায় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করায় প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের ধন্যবাদ জানান।
প্রকৃতিকন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বাবলু বখত’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা স্কাউটস এর সম্পাদক মো. সারোয়ার্দী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গোয়াইনঘাট সাব জোনাল অফিসের এজিএম মো. শহীদুল ইসলাম, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মিয়া, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, শিক্ষক রিয়াজ উদ্দিন, জাফলং ছাত্র সংসদের সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাকিব আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা স্কাউট এর যুগ্ম সম্পাদক রাজিব মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, ইউপি সদস্য দৌলত খাঁ, নাজমা বেগম, গোয়াইনঘাট থানার এএসআই শাহ জাহান, সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আরিফ, বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আলী, সাকিব আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটি গোয়াইনঘাটের সদস্য ইমরান আহমদ, প্রকৃতি কন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার আলম মিয়াসহ অন্যান্যরা। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain