অনুসন্ধান ডেস্ক ::: সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বেলা ১১.৩০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে ১০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, রাষ্ট্রীয় ঘোষণা ছাড়া কোনো পণ্যের মূল্যবৃদ্ধি করা চলবে না। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্য সবারই ক্রয় করতে হয়। প্রতিদিনের ব্যবহারী পণ্যের মূল্যবৃদ্ধি হলে সাধারণ জনগণ দিশেহারা হয়ে পড়েন। ২০২৪ এর ৫ আগষ্টের পর নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সবকিছুই বাংলাদেশের সাধারণ জনগনের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসে। কিন্তু বর্তমান সময়ে আবারও অসাধু মজুতদার ও সিন্ডিকেট ব্যবসায়ীরা তৎপর হয়ে পড়েছে। সব পণ্যের মূল্য ধীরে ধীরে জনসাধারণে ক্রয়-ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে। পণ্যের বাজারে সিন্ডিকেটবাজ ও অবৈধ মজুদাররা সরকারী ঘোষণা ছ্ড়াাই পূর্বেকার সময়ের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। গত ১৫ বছরে এমনিতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তিন-চারগুল বৃদ্ধি পেয়েছে। আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য না থাকলে জনসাধারণ ঋণগ্রস্ত হয়ে পড়ে। এখন প্রায় পরিবারকে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। এরমধ্যে আবারও নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এর মতো। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছেন। বক্তারা আরো বলেন, নিত্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে পেশাজীবী মানুষের নাভিশ্বাস অবস্থা। নিত্যদিনের প্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন বক্তারা।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় ১০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত। বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল ও সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ সুহেল মিয়া, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, বাংলাদেশ প্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ আলী হোসেন, এম.এ. আলী জালালাবাদী, অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, সুধাংশু শেখর দাস, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, নাজিম আহমদ, মোঃ সেলিম খান, মোঃ আবু আলেক, জুবায়েল আহমদ, দিলোয়ার হোসেন, মোঃ ফরিদ আলী, রুবেল মিয়া ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।