অনুসন্ধান ডেস্ক ::: সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য মতে, এর মাত্রা ছিলো ৫ দশমিক ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকার নরসিংদীর শীতলক্ষ্যা নদীর তীরে মাধবদী এলাকায়।
ফলে দেশের ভেতর প্রচন্ডভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড ধরে এই ভূকম্পন স্থায়ী ছিলো।
ভূমিকম্পের ফলে মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। বিশেষ করে বহুতল ভবনে থাকা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে সিলেটে কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে ঢাকায় বেশকিছু ভবনে ফাটল ও হেল পড়ার খবর শোনা গেছে।