শিরোনাম :
আগামী নির্বাচন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মিফতাহ্ সিদ্দিকী ৬ ডিসেম্বর শনিবার ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন-এডভোকেট জুবায়ের সিলেটে বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট জামান জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা আমার অগ্রাধিকার: আব্দুল মালিক খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সযোগী সংগঠনের প্রচার মিছিল সিলেটস্থ জগন্নাথপুর-শান্তিগঞ্জবাসীর সাথে ইয়াসীন খানের মতবিনিময় বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পূর্ণ গঠন জামায়াতে ইসলামী কোন কর্মী কখনোও মানুষের হক আত্মসাৎ করে না-অধ্যাপক আব্দুল হান্নান

সিলেটে বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট জামান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, জুলাই বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য নির্বাচন বানচাল করা এবং একটি অপশক্তিকে পুনরায় বাংলাদেশের বুকে চাপিয়ে দেওয়া। তবে হযরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি সিলেট থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
শুক্রবার বিকেলে সিলেট নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে অ্যাডভোকেট জামান অভিযোগ করে বলেন, বর্তমান স্বৈরাচারী গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘টার্গেট কিলিং’ ও নাশকতা সৃষ্টি করছে। এই ষড়যন্ত্র ডালপালা মেলবার আগেই তা অঙ্কুরেই বিনাশ করতে হবে। মা-বোনের ইজ্জত ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পাড়া-মহল্লায় সবাইকে সজাগ থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএনপি ও এর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কাল্পনিক সংকট তৈরি করে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমরা সুযোগসন্ধানী নই; বিএনপির দুর্দিনে যেমন অগ্রভাগে ছিলাম, ভবিষ্যতেও দলকে রক্ষা করতে আমরাই সামনে থাকব।
সমাবেশ শেষে অ্যাডভোকেট জামানের নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরীর মিরাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন উজ্জ্বলের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক পরিবহণ বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান জোয়াহির, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা সফর আলী, সোহাগ আহমদ, জেলা বিএনপি নেতা রুজেল আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অর্পণ ঘোষ প্রমুখ।
কর্মসূচির শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাজী আবুল কালাম। এছাড়াও সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain