অনুসন্ধান ডেস্ক ::: সমাজসেবা অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইদুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকারের জন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। তিনি বলেন, সমাজসেবা বিভাগে যারা কাজ করছেন এটা দায়িত্বের পাশাপাশি আর্থ-সামাজিক কল্যাণ। এর জন্য ইহকাল ও পরকালিন কল্যাণ নিহিত রয়েছে। তিনি জনবল সঙ্কট নিরসনে সমাজসেবা অধিদপ্তরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে কর্মকর্তাদের আশ্বস্ত করেন।
২২ নভেম্বর শনিবার দুপুর ১২ টায় সমাজসেবং অধিদপ্তরের বাগবাড়ীস্থ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট সমাজসেবা বিভাগীয় কার্যালয় আয়োজিত ‘ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী এর সভাপতিত্বে ও সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন।
বক্তব্য রাখেন অধিদপ্তর ঢাকার উপপরিচালক ফরিদ আহমদ মোল্লা, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা সহকারী পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, নিপুন রায়, শাহ মোঃ শাফিউর রহমান, হবিগঞ্জ শিশু পরিবার (বালক) এর উপ তত্ত্বাবধায়ক মুুহসিনা আক্তার মণি। বিজ্ঞপ্তি