শিরোনাম :
সিলেট গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী এয়ারগান উদ্ধার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে:চন্ডিপুলে বিশাল জনসভা-মালিক মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দেশে উন্নয়নের বিল্পব ঘটানো সম্ভব-খন্দকার আব্দুল মুক্তাদির ভূমিকম্পের রেড জোনে সিলেট: মোকাবেলায় প্রস্তুতি নেই পাঁচ শতাধিক রোগীকে ইনক্লুসিভ আই হসপিটালের সহায়তায় ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন-এর ফ্রি চক্ষু সেবা প্রদান তারুণ্যের উৎসব ২০২৫: প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব-উদ্যোক্তা সমাবেশ বিভাগীয় সমাজসেবা কার্যালয় সেমিনার দেশে ২৪ ঘণ্টা না পেরোতেই ফের ভূমিকম্প সিলেটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না আগামী নির্বাচন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মিফতাহ্ সিদ্দিকী

স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে:চন্ডিপুলে বিশাল জনসভা-মালিক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট- ৩ আসনে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, তৃণমূল নেতাকর্মীরাই আমার শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্ববান করেছে। আমি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন, সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করতে চাই। শনিবার (২২ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট- ৩ আসনের মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও আধুনিক নগরায়ণসহ সামগ্রিক উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করবো। এলাকার সমস্যা ও মানুষের কষ্ট আমি জানি, এগুলো সমাধানে আমার সমস্ত শক্তি ব্যয় করবো।
সিলেট- ৩ আসনের অন্তর্ভুক্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় স্থানীয় নেতাকর্মী ও হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো চন্ডিপুল এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বক্তৃতা, স্লোগান ও আনন্দমুখর পরিবেশে পুরো চন্ডিপুল পয়েন্ট সরব হয়ে ওঠে। মোহাম্মদ আব্দুল মালিক আরো বলেন জনগণের ভোট ও সমর্থনই তার মূল শক্তি, এবং জনতার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে পরিবর্তনের পক্ষে মানুষ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, উপদেষ্টা এডভোকেট এটিএম ফয়েজ, সহ সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
সভায় বক্তারা মোহাম্মদ আব্দুল মালিককে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, সিলেট-৩ আসনের দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন, আর সেই নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন মোহাম্মদ আব্দুল মালিক। জনসভা শেষে ধানের শীষের প্রার্থীর পক্ষ প্রচার মিছিল করা হয়। মিছিল ও জনসভায় সিলেট জেলা, মহানগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain