শিরোনাম :
সিলেট পাঠানটুলায় থেকে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার সিলেট-১ : উন্নয়নের মহাপরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করেছেন খন্দকার মুক্তাদির দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে হবে – উপমহাপরিচালক জিয়াউল হাসান জেবিবি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার হল পরিদর্শনে সভাপতি সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা সম্পন্ন নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করে ছিলেন শেখ হাসিনা: সিলেটে দুদক চেয়ারম্যান সিলেট গোলাপগঞ্জ থেকে গুলিসহ দুটি বিদেশী এয়ারগান উদ্ধার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে:চন্ডিপুলে বিশাল জনসভা-মালিক মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দেশে উন্নয়নের বিল্পব ঘটানো সম্ভব-খন্দকার আব্দুল মুক্তাদির ভূমিকম্পের রেড জোনে সিলেট: মোকাবেলায় প্রস্তুতি নেই

সিলেট-১ : উন্নয়নের মহাপরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করেছেন খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দলীয় দৃষ্টিকোণের বাইরে গিয়ে নাগরিকদের মূল্যায়ন করছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী দিনে এলাকাভিত্তিক কী কী উন্নয়ন করতে হবে- বিরামহীন প্রচারণায় সাধারণ মানুষের সঙ্গে মিশে মতামত নিচ্ছেন তাঁদের।
সর্বোপরি সিলেট মহানগর ও সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে দলের বাইরে গিয়ে নাগরিকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সমাজের গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের রাখা হয়েছে এসব কমিটিতে। খন্দকার আব্দুল মুক্তাদির জনপ্রতিনিধি নির্বাচিত হলে প্রতিটি নাগরিক কমিটির সঙ্গে পরামর্শ করে এলাকাভিত্তিক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিটি উন্নয়নপ্রকল্প বাস্তবায়নে এসব কমিটির নেতৃবৃন্দকে যুক্ত রাখা হবে। এদিকে, ধারাবাহিক প্রচারণা এবং গণসংযোগের অংশ হিসেবে শনি ও রবিবার (২২-২৩ নভেম্বর) সিলেট মহানগরের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সঙ্গে ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দেখা গেছে- সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির যেদিকে যাচ্ছেন, বিপুল সাড়া পাচ্ছেন। নেই কোনো ধর্মের ভেদাভেদ। সকল ধর্ম বর্ণের মানুষ যেন তাকে আপন করে নিচ্ছেন। এমনই এক চিত্র দেখা যায় শনিবার সন্ধ্যায়। মহানগরের ৩৭ নং ওয়ার্ডের ডলিয়া এলাকায় আব্দুল মুক্তাদিরকে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় ছিলো। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আশি-ঊর্ধ্ব এক নারী হঠাৎ নিজের চেয়ার উঠে এসে খন্দকার মুক্তাদিরের মাথায় হাত বুলিয়ে দিলেন আশীর্বাদ কনের। অন্যদিকে, রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট মহানগরের সুবিদবাজার, রিকাবিবাজারে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। এসময় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। সাধারণ মানুষের সাথে রাস্তায় বসেও কথা বলেন।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জিয়াউল হক জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রিকাবীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, ব্যবসায়ী ফয়েজ আহমেদ খান বেলাল, সদর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, আম্বরখানার বিশিষ্ট ব্যবসায়ী বুরহান উদ্দিন লাকি, মহানগর শ্রমিক দলের সদস্য আলম জীবন ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফজল প্রমুখ। এর আগে সকাল ৯টায় খন্দকার মুক্তাদির সিলেট সদর উপজেলার খাদিমনগরের চা বাগানের রবিবারি বাজারে গণসংযোগ করেন।
দুদিনের পৃথক মতবিনিময়ে খন্দকার মুক্তাদির বক্তৃতাকালে বলেন- আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে শুধুমাত্র একটি দলের নয়, জনগণের। তাই যত উন্নয়ন হবে, কাউকে বাদ দিয়ে নয়, নাগরিকদের নিয়ে গঠিত কমিটির পরামর্শের ভিত্তিতেই হবে। রাষ্ট্রের টাকার স্বচ্ছভাবে ব্যবহৃত হওয়ার জন্যই এটি করা হবে।
তিনি আরো বলেন- কসমেটিক উন্নয়ন নয়, কাজের গুণগতমান বজায় রেখে একটি সুন্দর সিলেট গড়ে তোলাই আমার প্রত্যয়।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় মহানগরের ৩৭ নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ডলিয়া এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিরাজ কুমার দাস। জলি পুরকায়স্থ-এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সহ সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যান, মহিলা দলের নেত্রী নিগার সুলতানা ডেইজি প্রমুখ। একই রাতে ৯ নং ওয়ার্ড এর সনাতন সম্প্রদায়ের উদ্যোগে বাগবাড়ি আখড়াগলিতে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমর চৌধুরী।
বাপ্পু দত্তের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা নিহার রঞ্জন দাস, সুদীপ সেন বাপ্পু, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম আশুতোষ ধর চৌধুরী, পূজা কমিটির সাধারণ সম্পাদক মিঠু কপালি, ৯ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মনোরঞ্জন চক্রবর্তী, রিপন ভট্টাচার্য, অরুণ দেব প্রমুখ। পরে রাত ১০ টায় ৭ নং ওয়ার্ডের বৃহত্তর ফাজিলচিস্ত আবাসিক এলাকা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশিষ্ট ব্যবসায়ী মেহেদি হাসান বাবুর সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপি নেতা মাহবুব কাদির শাহী, জিয়াউল হক জিয়া, সিলেটের বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী জুবায়ের আহমদ প্রমুখ।
এরপরে আম্বরখানা পয়েন্ট ভিউ শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির। ব্যবসায়ী মো. আব্দুল মুহিতের সভাপতিত্বে ও মো. রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ। এদিকে, রবিবার বিকেলে খাদিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রংগীটিলা গ্রামে আয়োজিত মহিলা সমাবেশে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত হন। এসময় খন্দকার আব্দুল মুক্তাদির তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং বক্তব্যকালে এসব সমাধানের আশ্বাস প্রদান করেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain