শিরোনাম :
কি কারণে পিছিয়ে গেল শাকসু নির্বাচন ৩১ দফার ভিত্তিতে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি–হুমায়ূন কবির শাহীন নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো: এম এ মালিক সিলেট-৪ আসনের মানুষ এখন নিজেদের প্রার্থী চান: প্রকৌশলী রাশেল উল আলম সিলেট পাঠানটুলায় থেকে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার সিলেট-১ : উন্নয়নের মহাপরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করেছেন খন্দকার মুক্তাদির দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে হবে – উপমহাপরিচালক জিয়াউল হাসান জেবিবি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার হল পরিদর্শনে সভাপতি সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা সম্পন্ন নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করে ছিলেন শেখ হাসিনা: সিলেটে দুদক চেয়ারম্যান

নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো: এম এ মালিক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিককে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট।
গত রোববার (২৩ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি এম এ মালিককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ইন্সটিটিউটের শিক্ষক-পরিচালনা পর্ষদ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, দাউদপুর ইউনিয়নের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। শিক্ষা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও মানসম্পন্ন শিক্ষা, আর সেই পথেই তিনি এগিয়ে যেতে চান।
ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা রিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক শফি আহমদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সিলেট জেলা বিএনপির সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, গৌছ উদ্দিন সিঃনি মাদ্রাসার প্রিন্সিপাল রিয়াজ উদ্দিন, আলমগির রেজা, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক
মিনার হুসেন লিটন, সদস্য আব্দুল জলিল সামায়ুন, সামসুল হক মসুদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর, আব্দুর রহমান সাচ্চু, পিয়ার মাহমুদ, মাছুম আহমদ রামিম, আলেখ মিয়া।
বক্তারা বলেন, সিলেট-৩ আসনের শিক্ষা খাতকে এগিয়ে নিতে সম্ভাবনাময় পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে তুলে আসছেন এম এ মালিক। তার নৈতিক নেতৃত্ব ও জনবান্ধব চিন্তাধারা এলাকার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি দোয়া-মাহফিলের মাধ্যমে শেষ হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain