শিরোনাম :
বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কি কারণে পিছিয়ে গেল শাকসু নির্বাচন ৩১ দফার ভিত্তিতে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি–হুমায়ূন কবির শাহীন নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো: এম এ মালিক সিলেট-৪ আসনের মানুষ এখন নিজেদের প্রার্থী চান: প্রকৌশলী রাশেল উল আলম সিলেট পাঠানটুলায় থেকে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার সিলেট-১ : উন্নয়নের মহাপরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করেছেন খন্দকার মুক্তাদির দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে হবে – উপমহাপরিচালক জিয়াউল হাসান জেবিবি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার হল পরিদর্শনে সভাপতি সিটি আদর্শ ফাউন্ডেশন মেধা সংবর্ধনা সম্পন্ন

৩১ দফার ভিত্তিতে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি–হুমায়ূন কবির শাহীন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি ও ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের সকল প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়ে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। বিগত দেড় দশক এদেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে। আপোষহীন নেত্রী তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকল সংকটে দেশের মানুষের পাশে ছিলেন। তারই সুযোগ্য সন্তান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফার ভিত্তিতেই আগামীর মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি। তিনি আরো বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ জানে, দেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। তাই ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসার আগ পর্যন্ত জাতীয়তাবাদী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
তিনি শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে তেমুখী পয়েন্টস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ৩৭ ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মহানগর কৃষক দলের সহ-সভাপতি ও জালালাবাদ থানার আহবায়ক ফখর উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর কৃষকদলের সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, আব্দুল্লাহ আল মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শাহজাহান আহমদ, ৩৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক এনাম মেম্বার, মহানগর কৃষকদলের প্রচার সম্পাদক আবু বক্কর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দবির আহমদ, সহপ্রচার সম্পাদক বুলবুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক উসমান গনি পনির, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিউর রহমান আলী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমদ প্রমুখ।
সম্মেলনে ৩৭ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি নির্বাচিত হন আলী হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন নুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাকিল মিয়া। ৩৮ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি নির্বাচিত হন হারিছ মিয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবির আহমদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাদ্দাম মিয়া। ৩৯ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি হিসেবে নির্বাচিত হন সাদেক আহমদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুমন রেজা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আব্দুস সামাদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain