অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির অধীনস্থ বিমানবন্দর থানার জোন-৩’র মতবিনিময় সভা সোমবার নগরীর হাউজিং এস্টেটের কার্যলয়ে অনুষ্ঠিত হয়। ৪,৫,৬,৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ ও পাড়া এবং নাগরিক কমিটির শুধু মাত্র আহবায়ক নেতৃবৃন্দের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জোন-৩ এর টিম প্রধান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি জোন সদস্য মাহবুব কাদির শাহী, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহিদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, বিমানবন্দর থানা সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।
এসময় কয়েস লোদী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষকে বিজয়ী করতে হবে। জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তিনি বলেন, আমার কাছে রাজনীতি মানে হলো ক্ষমতা নয়, রাজনীতি হলো আমার কাছে দায়িত্ব। রাজনীতি কোনো সুবিধা নয়, রাজনীতি হলো আমার কাছে আপনাদের সেবা করা।