অনুসন্ধান ডেস্ক ::: ঢাকা শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর মহা-ব্যবস্থাপক মো. আব্দুস সালাম সরদার বলেছেন, নতুন ব্যবসায় সৃষ্টিকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। তাহলেই তারা ব্যবসায় সফল হবে এবং ব্যবসার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে দক্ষ উদ্যোক্তা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। তরুণ ও নতুন উদ্যোক্তারা যদি সঠিক পরিকল্পনা, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির ব্যবহার শিখে এগিয়ে আসে তবে তারা নিজেরাই কর্মসংস্থান তৈরি করবে, পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
তিনি বলেন, এসএমই খাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ, যেখানে সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তাই নতুন উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা, ভর্তুকি, প্রশিক্ষণ ও লোন সুবিধা সম্পর্কে জানতে হবে। তিনি উদ্যোক্তাদের আর্থিক শৃঙ্খলা, বাজার বিশ্লেষণ, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করার কৌশলগুলোও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যৎ উদ্যোক্তাদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি বছর জুড়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করে যাচ্ছে, যাতে তারা নিজেরা দক্ষ হয়ে ব্যবসা পরিচালনা করতে পারে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর জেল রোডস্থ সিলেট মেট্রোপলিটন চেম্বারের হলরুমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি সিলেটের সহযোগিতায় ৫ দিনব্যাপী নতুন ব্যবসায় সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে ও পরিচালক রেহানা আফরোজ এর সঞ্চালনায় ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী, সাইমা সুলতানা লীনু চৌধুরী, আসমা উল হাসনা খান, গাজী জিনাত আফজা, জাকিরা ফাতেমা প্রমুখ।
৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন মো. খাইরুল বারী ও শারমিন আক্তার। কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি