শিরোনাম :
সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ এক বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪,নিহতদের বেশি মোটরসাইকলে চালক আরোহী নারী শিক্ষা ও ক্ষমতায়নে দেশনেত্রীর অবদান অবস্মরণীয় : খন্দকার মুক্তাদির প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর জৈন্তাকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী শোক বই স্বাক্ষরকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সিলেটে উড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, ব্যাপক আতঙ্ক জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য র‌্যালী সিলেটের তিন জেলায় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, আসবেন আগের রাতেই সিলেটে সিএনজি অটোরিক্সায় ছিনতাই, গ্রেপ্তার ৩

১০ম গ্রেডের দাবিতে সিলেটে টেকনোলজিস্টদের আল্টিমেটাম, শাটডাউনসহ ৩ দিনের কর্মসূচি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত গোলচত্ত্বরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি, ০৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি এবং ০৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউনের ঘোষণা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
এ কর্মসূচিগুলো বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিলেট নগরীর দরগা গেইটস্থ সোলেমান হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেকিল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এস এম আব্দুস সালামের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট মো. আলমগীর আলম এর উপস্থাপনায় উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট বিএম নাসির উদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট মোস্তফা জামান খান, মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. আল আমিন, মেডিকেল টেকনোলজিস্ট মো. সোলায়মান খান, মেডিকেল টেকনোলজিস্ট ইসমাইল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ওমর ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট জহিরুল ইসলাম, ক্বারী সিদ্দিকুল আলম চৌধুরী, আল আমিন উজ্জল, আব্দুর রাজ্জাক রাজ, গোলাম রাব্বী, মাহবুবুল আলম সজল, আলমগীর হোসেন, এহসান উল্লাহ, এমরান আহমদ, মাহফুজুল আলম শান্ত, মো. ফারুক হোসেন, তাহের আহমদ, ইমাদ উদ্দীন মাহী, নাজমুল হাসান, নিপু, কলিম উল্লাহ, আব্দুল কাদির তালুকদার প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কারি সিদ্দিকুল আলম চৌধুরী।
বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে ভয়াবহ বৈষম্যের শিকার হয়ে মানবসেবা দিয়ে যাচ্ছেন। ডিপ্লোমাধারী অন্যান্য পেশাজীবীরা ইতোমধ্যেই ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বৈধ অধিকার আজও বাস্তবায়ন হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা ও কোয়ারীর কারণে দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে আছে। বক্তারা আরও বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন, দাপ্তরিক চিঠি, আবেদন, সাক্ষাৎ এবং জনপ্রশাসন বিধি শাখার সব চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব স্পষ্ট। তাই আর কোনো বিলম্ব নয়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে দাবি আদায়ে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain