অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে সিলেট নগরীর আম্বরখানা, চৌহাট্রা, দরগা মহল্লা এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই খাবার তুলে দেওয়া হয়।
খাবার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমীন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক পাবেল চৌধুরী, কানাইঘাট পূর্ব লক্ষী প্রসাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আবদুর রহমান আবির, মহানগর ছাত্রদল নেতা তারেক আহমেদ জয়, ল’ কলেজ ছাত্রদল নেতা ফারুক আহমেদ প্রমুখ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া।খালেদা জিয়ার সুস্থতার সবার কাছে দেশের সকল জনগণের কাছে দোয়া চান।
এ সময় সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা আজ খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আমরা তাদের কাছে দোয়া চেয়েছি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আনিসুর, বাহার, সোহেল, সাইয়ান, রাব্বি, তাওহীদ, ইমাদ, সারোয়ার হোসেন সুজন, সাইফুল বারী,কাউসার আহমেদ, মামুন, ফয়সল আহমদ, মোমেন আহমেদ, তোফায়েল আহমেদ শুভ, বিজয় সরকার, সৌরভ, সোহেল রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব, তোফাজ্জল বারী শামীমসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।